Sunday, May 3, 2020

Office of the District Food Controller * জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের কার্যত্রম

Parliament Watch, Dhaka :

Providing food and essentials to emergency customers (food grain imports, rations). Build emergency stocks (security stocks). Helping to achieve self-sufficiency in food grain production. Expanding the social safety net (VGD, VGF, Kabikha and TR). Achieving price stability (OMS). Effective and reliable food collection, supply and distribution management. Achieve farmer and consumer-friendly food price structure. Introduce effective and timely food distribution system and procedures. Successful management of drought and famine and food crisis situations. To provide food assistance to the poor and socially deprived people. Coordinate food security policy with disaster management and relief distribution management. Timely delivery of food grains to the people in the target sector. Build a professional, capable and efficient workforce.


পার্লামেন্ট ওয়াচ, ঢাকা

জরুরী গ্রাহকদের খাদ্যদ্রব্য ও অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহ করা (খাদ্যশস্য আমদানী, রেশন)।   আপদকালীন মজুদ গড়ে তোলা (নিরাপত্তা মজুদ)।  খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা (অভ্যমত্মরীণ সংগ্রহ)।  সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করা (ভিজিডি, ভিজিএফ, কাবিখা ও টিআর)।  মূল্য স্থিতিশীলতা অর্জন করা (ওএমএস)। কার্যকর ও নির্ভরযোগ্য খাদ্য সংগ্রহ, সরবরাহ এবং বিতরণ ব্যবস্থাপনা।  কৃষক এবং ভোক্তা-বান্ধব খাদ্য মূল্য কাঠামো অর্জন। কার্যকর ও যুগোপযোগী খাদ্য বিতরণ ব্যবস্থা ও পদ্ধতি প্রবর্তন। খরা ও দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলার সফল ব্যবস্থাপনা। দরিদ্র ও সামাজিকভাবে বঞ্চিত জনগণকে খাদ্য সংগ্রহে সহায়তা প্রদান। খাদ্য নিরাপত্তা নীতিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ ব্যবস্থাপনার সাথে সমন্বিত করন। লক্ষ্যভিত্তিক খাতে জনসাধারণের কাছে খাদ্যশস্য যথাসময়ে পৌছানো। পেশাদারী, সক্ষম এবং দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা।

Friday, April 24, 2020

Parliament Watch is always by the side of the poor miserable people, you are also by their side

Parliament Watch, Khulna

Guruchad Sarkar's house in Ward No. 5 of Rangpur Union No. 12 in Dumuria Upazila of Khulna District caught fire by accident. On the one hand, the epidemic of coronavirus, on the other hand, the poor family has become helpless due to the burning of a small shelter. They are now surviving without eating in the barn with their wife and children.

Shomir Kumar Haldar, director of the Society of Parliament Watch Khulna unit, and Sukriti Sarkar, a member, appeared with silent relief. After getting relief, a little smile appeared on their faces in difficult times. Thus the Society of Parliament Watch is always engaged in the service of helpless people. Stay by Parliament Watch and be by the side of the poor miserable people.

পার্লামেন্ট ওয়াচ গরীব দুঃখী মানুষের পাশে সবসময়
 আপনিও পাশে থাকুন

পার্লামেন্ট ওয়াচ, খুলনা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১২ নং রংপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুরুচাদ সরকারের ঘর দূর্ঘটনাবসত আগুন লেগে পুড়ে যায়। একদিকে করোনাভাইরাসের মহামারি অন্যদিকে গরীব এ পরিবারটি বসবাসের সামান্য আশ্রয়স্থল পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে।  তারা এখন স্ত্রী সন্তানসহ গোয়াল ঘরে খেয়ে না খেয়ে কোনো রকম বেঁচে আছে। 

খবর পেয়ে সোসাইটি অব পার্লামেন্ট ওয়াচ খুলনা ইউনিটের পরিচালক সমীর কুমার হালদার ও সদস্য সুকৃতি সরকার নীরব ত্রাণ নিয়ে উপস্থিত হয়। ত্রাণ পেয়ে দুঃসময়ে সামান্য হাসি ফুটে ওঠে ওদের চোখে মুখে। এভাবেই অসহায় মানুষের সেবায় সর্বদা নিয়োজিত সোসাইটি অব পার্লামেন্ট ওয়াচ। পার্লামেন্ট ওয়াচ এর পাশে থাকুন এবং গরীব দুঃখী মানুষের পাশে থাকুন।  

Office of the District Food Controller * জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের কার্যত্রম

Parliament Watch, Dhaka : Providing food and essentials to emergency customers (food grain imports, rations). Build emergency stocks (s...